আগামীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ নভেম্বর) রাজশাহী বিভাগের বগুড়া জেলার জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
এর আগে ডিভিও কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া ব্যয় ও সময় সাপেক্ষ বলে উল্লেখ করেন। তিনি মেডিকেলের মতো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়ার অনুরোধ করেন।
জবাবে প্রধানমন্ত্রী বগুড়াবাসীর সন্তানদের দূরদুরান্তের বিশ্ববিদ্যালয়ে না গিয়ে আশপাশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শ দেন।
ভর্তি পরীক্ষার জটিলতা দূর করতে তার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অনলাইনে যদি আমরা ঘরে বসে কেনাকাটা করতে পারি, তাহলে কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারব না? আমরা ভবিষ্যতে সব ভর্তি পরীক্ষাই অনলাইনে করার ব্যবস্থা করব। এর ফলে পরীক্ষার্থীরা স্থানীয় ডিজিটাল সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে। চাইলে বাসায় বসে তারা পরীক্ষা দিতে পারবে। এর ফলে সবার জন্য ভর্তি পরীক্ষা আরও সহজ হবে।
প্রধানমন্ত্রী শনিবার বিকালে তার সরকারি বাসভবন গণভবনে বসে রাজশাহী বিভাগের সব জেলার জনগণের সঙ্গে ডিভিও কনফারেন্সে কথা বলেন। এ সময় তিনি চাতালকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সরকারি কর্মকর্তা, নারীনেত্রী, শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য শোনেন। একই সঙ্গে তিনি তাদের চাওয়া-পাওয়া পূরণেরও আশ্বাস দেন।
Cialis 20 Mg Best Price Canadian Prix Du Misoprostol 5mg Zithromax Antibiotics Online cialis vs viagra Cheap Rx Pharmacy Viagra Sale Canadian Zithromax Dry Eye
Kamagra Oral Jelly 20mg Acheter Priligy Dapoxetine En Ligne En Toute Securite online pharmacy Cialis English
Keflex And Constipation viagra Online Viagra With Out A Prescription Dove Comprare Viagra Cialis
Cyalis Livraison Rapide Viagra Through Mail Comprar Cialis Original En Madrid comparatif viagra en ligne levitra Amoxil With Grapefriut Juice Buying Finasteride
Thyrox 200 Order Online No Prescription Can Cephalexin Damage Liver viagra Derniers Exercices Plus Longs Propecia Generic Finasteride Hair Growth