টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। হার মেনেছে ১০ উইকেটে।
বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন তিনি। ইনজুরির কারণে সিরিজ শেষ হয়ে গিয়েছে মুস্তাফিজুর রহমানের। ওয়ানডে সিরিজ শেষে মাশরাফির সঙ্গে দেশে ফিরে আসবেন তিনি। তার অভাব পূরণে শফিউল ইসলাম ঢুকতে পারেন সেরা একাদশে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সামান্য সমস্যা রয়েছে।
তাকে যদি দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয় তবে ইমরুল কায়েস থাকতে পারেন সেরা একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ১. তামিম ইকবাল ২. লিটন কুমার দাস (উইকেটরক্ষক) ৩. সাকিব আল হাসান ৪. মুশফিকুর রহিম ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. সাব্বির রহমান ৭. নাসির হোসেন ৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ৯. মোহাম্মদ সাইফুদ্দিন ১০. রুবেল হোসেন ১১. তাসকিন আহমেদ।
Generic Brand Of Viagra Cialis Tabs Online Medication No Prescription online cialis Comprar Cialis Valencia Comprar Cialis Seguro
Using Proscar For Hair Loss Propecia Finasteride Best Canadian Pharmacy Cialis Achat Cialis Kamagra Amoxicillin With Metamucil
Hydrochlorothiazide Order Secure Ordering With Free Shipping Shop Comprar Viagra Generico Por Telefono priligy en suisse Giving Cephalexin To Canines