কোপা আমেরিকার ফাইনালে হারের পর অবসরের ঘোষণাই দিয়ে বসেন হতাশাগ্রস্থ লিওনেল মেসি। সে সময় আর্জেন্টাইন প্রাণভোমড়ার মান ভাঙাতে ও তার কীর্তিকে সম্মান জানাতে দেশটির সমর্থকরা রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি মূর্তি স্থাপন করে। সোমবার রাতে সেই মূর্তির অর্ধেক অংশ ভেঙে দিয়েছে কিছু দুষ্কৃতিকারী। এমনকি ভাঙ্গা অংশটুকুও সেখানে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে বুয়েন্স আয়ার্সের স্থানীয় সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘লিওনেল মেসির মূর্তিটি দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছে। তার উপরের অর্ধেক অংশ উধাও।’ ভাঙা অংশটুকুর সংস্কারের কাজ দ্রুতই শুরু করা হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘খুব শিগগিরই মূর্তিটি সংস্কারের কাজ শুরু করা হবে।’ তবে কে বা কারা এই মূর্তি ভেঙেছে তা জানা যায়নি এখনও। এমনকি ভাঙার উদ্দেশ্য সম্পর্কেও কোনো কিছু জানতে পারেনি বুয়েন্স আয়ার্সের পুলিশ।
এর আগে, মেসির মান ভাঙাতে ও তার কীর্তিকে সম্মান জানাতে মূর্তিটি নির্মাণ করা হলেও এর উন্মোচনের পরই ব্যাপক রোষানলের মুখে পড়েছিলেন বুয়েন্স আয়ার্সের মেয়র।