আওয়ামী লীগে কিছু আবর্জনা আছে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা দলে ঢুকে ক্ষমতার সুযোগ নিয়ে অপকর্ম করছে।
এমন নেতা-কর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ইতিমধ্যে তাদের সংশোধন হতে বলা হয়েছে। তা না হলে নেতাদের নমিনেশনের বিষয়ে চিন্তা করতে হবে।
রোববার (৩০অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি শ্যামল সরকার। এতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।