রাজধানী ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০ টায় শুরু হবে ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ছাত্র ছাত্রীরা পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।
খোকন আরও জানান, পরীক্ষার দিনগুলোতে তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য এরই মধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেথ হাসিনা।