ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাম হাত ও মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।
সোমবার বেলা ২টা ২০ মিনিটে অস্ত্রোপচার শেষে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউস সাত্তার।
অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানিয়ে চিকিৎসক রেজাউস সাত্তার জানান, তার মাথায় ও বাম হাতে অস্ত্রোপচার হয়েছে। তার অবস্থা ভালো। আপাতত সে আইসিইউতে থাকবে। পরে অবস্থা পর্যবেক্ষণ করে আবার তাকে কেবিনে পাঠানো হবে। এর আগে সকাল নয়টার দিকে তার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে জানান খাদিজার বাবা মাসুম মিয়া।
উল্লেখ্য, ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়। গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।