গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে মাসুদ রানা এরশাদকে অব্যহতি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাকে অব্যহতি প্রদানের সিদ্ধান্ত নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে নতুন ভারপ্রাপ্ত সভাপতি আমাদের প্রতিবেদককে জানান, ‘আমার উপর অর্পন করা দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করবো। ছাত্ররাই এদেশের সকল সংগ্রামে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। এখন চলছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সংগ্রাম। আমরা সকলে মিলে দেশ ও সমাজের সেবায় এগিয়ে আসবো এবং স্বপ্নের সোনার বাংলা গড়বোই।’