লা লিগায় দুর্বল গ্রানাডার বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হলো বার্সেলোনাকে। তবে শেষ পর্যন্ত রাফিনহার একমাত্র গোলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়তে পেরেছে লুইস এনরিকের শিষ্যরা।
শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লিগ টেবিলের তলানিতে থাকা গ্রানাডাকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে এদিন গোল পেতে ব্যর্থ হন দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।
দিনের আরেক খেলায় রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষ অবস্থান মজবুত রাখে। হ্যাটট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই এ ম্যাচে মেসিদের সামনে বেশ চাপই ছিল। কিন্তু প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
বিরতির পরই খেলায় ফিরে কাতালানরা। ভলির মাধ্যমে দারুণ এক গোল করে দলের হয়ে লিড নেন রাফিনহা। চলতি মৌসুমে গোলের দারুণ ধারাবাহিকতা ধরে রাখলেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। লিগে ছয় ম্যাচে করেছেন পাঁচ গোল।
তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিক ফুটবলাররা। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা। অন্যদিকে মালাগাকে ৪-২ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
Cialis Au Meilleur Prix Cheap Duloxetine Without A Rx isotretinoin 10mg in germany discount store order cialis online Cytotec 200 Sterilet Buy Allopurinol Without A Prescription
Comprar Cialis Priligy Provera Irregular Periods Website El Viagra Femenino viagra Worldwide Dutasteride Medication Drugs Levitra Schmelztablette Preisvergleich Propecia En Farmacias Comprar
Levitra Y Alcohol viagra Cialis Si Puo Acquistare In Farmacia
Kamagra Oral Jelly Legal cheapest cialis Propecia Medical Insurance Propecia 98 Preis