Home / রাজনিতি / ঘুষ না দিলে চাকরি হয় না, তাহলে লক্ষ বেকার যুবকের কী হবে?

ঘুষ না দিলে চাকরি হয় না, তাহলে লক্ষ বেকার যুবকের কী হবে?

a134জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেন, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে বলা হচ্ছে। অথচ একজন পুলিশ কনস্টেবলকে চাকরির জন্য আট লাখ টাকা ঘুষ দিতে হয়। তাহলে দেশের লক্ষ যুবকের কী হবে? তারা কোথায় চাকরি পাবে?’

আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সংহতি আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থী প্রতিবছর পাস করে বের হচ্ছে। তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে সংসারের বোঝা হচ্ছে। একসময় হতাশাগ্রস্ত থেকে নেশাগ্রস্ত হচ্ছে। এদের ফেরাতে হবে, যুব সংহতির নেতা-কর্মীদের এই গুরুদায়িত্ব নিতে হবে। সমাবেশে মাদক ও ঘুষ-দুর্নীতির বিরুদ্ধেও কথা বলেন তিনি।

এসময় আসন্ন জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এরশাদ। তিনি বলেন, ‘সামনে জেলা পরিষদ নির্বাচনের কথা হচ্ছে। কেউ কেউ যেতে চাইলেও অনেকেই নির্বাচনে যেতে চায় না। কেন নির্বাচনে যাব? গিয়ে কী হবে? এখনো নির্বাচনের নামে বোমাবাজি হচ্ছে। কেন্দ্র দখল, রক্তারক্তির ঘটনা ঘটছে।’

এরশাদ বলেন, ‘খবরের কাগজে লেখা দেখছি, আগাম সংসদ নির্বাচন হতে পারে। নির্বাচনের জন্য আমরা যেকোনো সময় প্রস্তুত রয়েছি।’ তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলকে শক্তিশালী করো, শক্তি অর্জন করো। কারণ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তোমাদের নির্দেশ দিচ্ছি, জনগণের কাছে যাও, তাদের ভালোবাসা অর্জন করো। তাহলে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারব।’

সমাবেশে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বক্তব্য দেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, সেলিম উদ্দিন, আরিফ খান, গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার, সদস্যসচিব ফখরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

কাদের চাপে ইসলামি ব্যাংকে পরিবর্তন, জানতে চায় বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী …

Leave a Reply

Your email address will not be published.