বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারাই আছে জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে সহজেই ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে নরওয়ে ও চেক রিপাবলিককে ৩-০ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
হানোভারে মঙ্গলবার রাতে জার্মানির গোল দুটি করেন ইউলিয়ান ড্রাক্সলার ও সামি খেদিরা। দুটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা জার্মানি দ্রুত সাফল্য পেয়ে যায়। চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।
ত্রয়োদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ড্রাক্সলারের জোরালো শটে এগিয়ে যাওয়ার পর খুব কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন খেদিরা। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশকে শিরোপা জেতানো কোচ ইওয়াখিম লুভের অধীনে জার্মানির এটা রেকর্ড ৯৪তম জয়।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে গোলশূন্য ড্র করা আজারবাইজান ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে নর্দার্ন আয়ারল্যান্ড তৃতীয় স্থানে।