৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি।
এর আগে মাজার প্রাঙ্গণে এসে উপস্থিত হলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান।
বিএনপির চেয়ারপারসনও দলের স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Generico De Priligy Precio De Cialis Generico viagra Viagra Acheter En Ligne Forum
Amoxicillin For Tooth Infection Cialis Soft Italia Viagra 48 Ore viagra online Uses For Keflex Dog Zithromax Cure Chlamydia
Buy Celexa Online tadalafil cialis from india Permethrin Cream
Wo Kann Man Revia Ohne Rezept Kaufen Viagra Otc viagra online pharmacy Clavamox No Prescription
Pilex cialis no prescription Viagra Price List India 253 Vosteran Viagra Next Day
Cialis Generique Site Serieux Cephalexin Prescription Number Generique De Cialis viagra online pharmacy Levitra Due Volte Al Giorno