২০ দলীয় জোটের শরিকদের নিয়ে সন্দেহ পোষণ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় ৭ মাস পর রোববার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন নেতা বলেন, বৈঠকের শুরুতেই বিএনপি মহাসচিব শরিক দলের নেতাদের প্রতি সন্দেহ পোষণ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে ইসলাম ধ্বংস করতে চাচ্ছে, অথচ আপনাদের কোনো প্রতিবাদ নেই, কর্মসূচি নেই।
বিএনপির মহাসচিবের এ মন্তব্যের জবাবে জমিয়তে ইসলামীর মহাসচিব দাবি করেন, তার দল অনেক মানুষের উপস্থিতিতে মানববন্ধন করেছে। মির্জা ফখরুল জমিয়তে ইসলামীর মহাসচিবের বক্তব্যের জবাবে বলেন, সেটা সরকারের পরামর্শ ভিত্তিক কর্মসূচি, সরকারের প্রেসক্রিপশনের কর্মসূচি।
২০ দলীয় জোট থেকে ইতিমধ্যে যেসব নেতারা চলে গেছেন তাদেরকে ইঙ্গিত করে ফখরুল বলেন, অনেকের বিরুদ্ধে টাকা পয়সা খাওয়ার কথা শোনা যায়।
শরিক দলের একজন মহাসচিব জানান, জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনার এজেন্ডা হলেও মূল সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মূলত ২০ দলের শরিক নেতাদের সঙ্গে অনেক দিন দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব দূর করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
অপর এক দলের মহাসচিব জানান, বৈঠকে মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, জমিয়তে ইসলামীসহ কয়েকটি দল জেলা পরিষদ নির্বাচনে যাওয়ার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ২০ দলীয় জোটের কর্মসূচি ও নির্বাচনের দিন বড় ধরনের সমাবেশ করারও প্রস্তাব দেয়া হয়।
এ দিকে মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শরিক দলের কয়েকজন মহাসচিব।