রাজধানীর বিমানবন্দর এলাকায় শামীমা আক্তার রুনা (৪০) নামের এক নারী রহস্যজনক ভাবে দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। দগ্ধ শামীমা প্রলাপ বকছেন, সঙ্গে থাকা বদ জ্বিন আগুন ধরিয়ে দিয়েছে। বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন রুনার বরাত দিয়ে জানান, সে নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর এলাকায় থাকতো।
শুক্রবার রাত দুইটার সময় তার সাথে থাকা বদ জ্বীন তাকে বিমানবন্দর রেল লাইন বালুর মাঠ এলাকায় নিয়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বরে তার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে দৌড়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে এসে পড়লে তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।
তিনি আরও জানান, কিভাবে তার শরীরে আগুন লেগেছে তা জানা যায়নি। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নারীর শরীরের শ্বাসনালীসহ ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।