আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে জানিয়ে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ওই নির্বাচনে কারচুপি করতে গেলে ঠ্যাং ভেঙে দেয়া হবে।’
রোববার (৩০অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি নেতা আ স ম হান্নান শাহর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। জিয়া পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
দুদু বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেবো এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যাই বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’
দুদু আরও বলেন, ‘আগামী নির্বাচনে কেউ জনগণের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে।’
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।