Home / রাজনিতি / দোয়া নিতে সৈয়দ আশরাফের বাসায় গেলেন আইভী

দোয়া নিতে সৈয়দ আশরাফের বাসায় গেলেন আইভী

a40নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দোয়া নিতে গেলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বাসায়।

বৃহস্পতিবার  বেলা ১১টায় জনপ্রশাসনমন্ত্রীর বেইলি রোডের বাসায় যান আইভী।

প্রায় ত্রিশ মিনিটের বৈঠকে  সৈয়দ আশরাফের সঙ্গে আইভীর নির্বাচনি কৌশল নিয়ে কথা হয়। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের কাছে দোয়া চেয়ে আইভী বলেন, ‘আমি যখন পৌরসভা নির্বাচনে প্রার্থী হই, আপনি তখন নির্বাচনের প্রচারণায় গিয়ে তিনদিন ছিলেন। নির্বাচনি মাঠে থেকে আপনি আমাকে বিজয়ী করে এনেছেন। আমি আপনার দোয়া নিতে এসেছি।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী জনপ্রশাসনমন্ত্রীর কাছে পরামর্শ চান।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী একে এম সাজ্জাদ হোসেন শাহীন বলেন, ‘বৃহস্পতিবার সকালে ডা. সেলিনা হায়াৎ আইভী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। মেয়র পদপ্রার্থী আইভী তার নির্বাচনি বিষয় নিয়ে মন্ত্রীকে জানিয়েছেন।’

Check Also

কাদের চাপে ইসলামি ব্যাংকে পরিবর্তন, জানতে চায় বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী …

Leave a Reply

Your email address will not be published.