রাজধানীতে নাশকতার ৯টি ও রাষ্ট্রেদ্রোহের একটিসহ মোট ১০টি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (০৯জানুয়ারি), ১০ মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু বিএনপি নেত্রী হাজির না হওয়ায় তার আইনজীবীরা সময় আবেদন জানালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নতুন এ দিন ধার্য করেন।
এর আগে, গত বছেরর ১ ডিসেম্বর এসব মামলায় খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। হাজিরের আদেশে বলা হয়েছিল, ৯ জানুয়ারি খালেদাকে আদালতে উপস্থিত হতে হবে। যদি তিনি উপস্থিত না হন তাহলে তার জামিন বাতিল করা হবে।