Home / আন্তর্জাতিক / নাসার উপগ্রহ অ্যাকোয়াতে ধরা পড়ল অগ্ন্যুত্পাতের বিরল ছবি

নাসার উপগ্রহ অ্যাকোয়াতে ধরা পড়ল অগ্ন্যুত্পাতের বিরল ছবি

45457

পৃথিবীতে অনেক আগ্নেয়গিরি আছে। এর অনেকগুলো ঘুমন্ত; আর বেশ কিছু আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটছে। পৃথিবী থেকে নেওয়া আগ্নেয়গিরির ছবি সহজেই দেখা যায়। কিন্তু মহাকাশ থেকে নেওয়া ছবি?

নাসার একাধিক উপগ্রহ রয়েছে যা পৃথিবীর চারপাশে সতর্ক নজর রেখে চলেছে। সেই উপগ্রহগুলোর মধ্যেই অন্যতম ‘অ্যাকোয়া’। এই উপগ্রহের তোলা ছবিতেই ধরা পড়েছে এক বিশাল আগ্ন্যুত্পাতের দৃশ্য।

দক্ষিণ আটলান্টিক মহাসাগর সংলগ্ন এলাকা থেকে এই ছবি তুলেছে অ্যাকোয়া। মোট যে তিনটি আগ্নয়গিরির ছবি পাওয়া গেছে, সেগুলি সবই আকারে বৃহৎ এবং মূলত লাভাস্তর, ছাই ও পাথর দিয়ে গঠিত। এই আগ্নেয়গিরীগুলো দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপের ১৭০০ মাইল জুড়ে বিস্তৃত। এই রকম প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকায় অগ্ন্যুত্পাতের দৃশ্য কার্যত উপগ্রহ না থাকলে চোখে পড়াই অসম্ভব।

Check Also

রাখাইন সমুদ্রবন্দরের ৭০ শতাংশ দখলে নিচ্ছে চীন

মিয়ানমারের রাখাইনে গভীর সমুদ্রবন্দরের ৭০ শতাংশ অংশীদারিত্ব নিচ্ছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর বিষয়ে ইতোমধ্যে …