আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভারের সংসদ সদস্য ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ড. এনামুর রহমান।
আব্দুর রহমানকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির মূল অর্থদাতা বলছে র্যাসব।
আব্দুর রহমানের দুই শিশু সন্তান ও ভবনটির এক কেয়ারটেকারকে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, বেশ কিছু জিহাদি বই, দেশীয় অস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ব্যাটারি ও ৩০ লাখ টাকা।
র্যাব-৪ এর একটি সূত্র জানিয়েছে, জঙ্গি আস্তানায় র্যাুব এর অভিযানের মুখে ভবনটির পঞ্চম তলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় আব্দুর রহমান নামের এক জঙ্গিকে। পরে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ভবনটি থেকে তরিকুলের স্ত্রী পরিচয়ে এক মহিলা ও দুই শিশু ও ভবনটির কেয়ারটেকার তরিকুলকে আটক করা হয়।
এঘটনায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, আহত জঙ্গিকে গত দুই বছর যাবৎ খুঁজে বেড়ালেও পাঁচ বার অবস্থান পরিবর্তন করায় তাকে আটক করা সম্ভব হচ্ছিলো না। তিনি র্যাৎবের তালিকাভুক্ত জঙ্গি।