বড় ভাইয়ের একশো বছরের জন্মদিনে উপহার দিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। ঠিক তাই! এক বছর আগে থেকেই দাদার জন্মদিনের জন্য উপহার বেছে রেখেছিলেন তিনি। যত্ন করে তা নিজের আলমারিতে তুলেও রেখেছিলেন।
৬ নভেম্বর রবিবার একশো বছরে পা রাখলেন তাঁর বড় ভাই মোহাম্মদ মুথু মীরা লেবাই মারাইকায়ার। এ দিনই হাতে এসেছে ভাইয়ের উপহার। কী সেই উপহার? কালামের নাতি সেলিম জানিয়েছেন, উপহার হিসেবে আলমারিতে এক বাক্স পারফিউম রেখে গিয়েছিলেন এপিজে।
সেলিম বলেন, “কালামজি তখনই জানতেন, উপহার হিসেবে তাঁর ঠিক কী কিনতে হবে। আর তা-ই আলমারিতে তালাচাবি বন্ধ করে রেখে গিয়েছিলেন।”
কালামের দেওয়া উপহার পেয়ে স্বাভাবিক ভাবে আপ্লুত মারাইকায়া। তাঁর জন্মদিনে এ দিন ভিড় করেছেন আত্মীয়স্বজন-বন্ধবান্ধবেরা। তবে একটাই আফশোস, জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজ এপিজে নেই।