রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ সোমবার (০৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ১৭ নম্বর রোডের ‘সি’ ব্লকের হোটেল সারিনার পাশে ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সর্বশেষ বিকেল সাড়ে ৩টার দিকে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
ঢাকার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ওই ভবনটিতে এখনো আগুন জ্বলছে। বাইরে থেকে কেবল ধোঁয়া দেখা গেলেও ভেতরে আগুনের শিখা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর ওই ভবনে বহু লোক আটকা পড়েছেন। ভীত-সন্ত্রস্ত মানুষগুলোর অনেকেই প্রাণভয়ে ওই বাড়ির ছাদে উঠেছেন। এ ছাড়া ওই ভবনের আশপাশে ভিড় করছেন উৎসুক জনতা।