Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বন্ধ হচ্ছে স্কাইপি

বন্ধ হচ্ছে স্কাইপি

আপনার থেকে দূরে কোনো আপনজনের সঙ্গে ভিডিও চ্যাটে স্কাইপি ব্যবহার করেন? যদি হ্যাঁ। তাহলে স্কাইপি এর ভার্সন আপডেট করুন দ্রুত। কারণ, ১ মার্চ থেকে স্কাইপি এর সব পুরনো ভার্সন বন্ধ করে দিতে চলেছে মাইক্রোসফট। শুধুমাত্র আপডেটেড ভার্সনেই চলবে স্কাইপি। খবর এই সময়ের।

বর্তমান ভিওআইপি প্ল্যাটফর্ম থেকে আরও আধুনিক প্ল্যাটফর্মে যাওয়ার জন্যই স্কাইপির সমস্ত পুরনো ভার্সন বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। নতুন ভার্সনেই ভিডিও মেসেজ সেভ, ক্লাউডে ফাইল শেয়ারিং এমনকি মোবাইলে গ্রুপ কলিং-এর ফিচার থাকবে।

তবে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না। কারণ, তারা ইতিমধ্যেই আধুনিক স্কাইপি ভার্সন ব্যবহার করছেন।

Check Also

কী নাম আছে নকিয়ার নতুন ফোনে?

নকিয়া ফিরবে। নকিয়া প্রেমীদের মনে এ বিশ্বাস ছিল। দীর্ঘ পাঁচ বছরের বিরতি দিয়ে আবার স্মার্টফোনের …

Leave a Reply

Your email address will not be published.