Home / জাতীয় / বাবা মারা গেছেন, শেখ হাসিনাই এখন আমাদের অভিভাবক

বাবা মারা গেছেন, শেখ হাসিনাই এখন আমাদের অভিভাবক

আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেছেন, ‘আমার বাবা মারা গেছেন। এখন আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি শেষ করবো।’

রবিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে জিগাতলার বসায় সাংবাদিকদের এ কথা বলেন সৌমেন। তিনি আরও জানান, আগামীকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক  হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সুরঞ্জিত সেনগুপ্তের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. বরেন চক্রবর্তী জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত সোয়া ১০ টার দিকে তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রবিবার ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Check Also

হাসপাতালে টাকা দিতে না পারায় খোলা স্থানে সন্তান প্রসব

হাসপাতাল চত্বরে প্রসব বেদনায় চিৎকার করছেন এই নারী। অনেকেই দেখছেন, কিন্তু কেউ এগিয়ে আসছেন না। …

Leave a Reply

Your email address will not be published.