
বাংলাদেশ সোসাইটি অব ভাসকুলার সার্জনস বা সংক্ষেপে বিএসভিএস নামে ভাসকুলার সার্জনদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। অধ্যাপক ডাঃ নরেশ চন্দ্র মন্ডল সংগঠনটির সভাপতি ও ডাঃ মোঃ ফিদাহ হোসেন সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন। আগামী ২ বছর তাঁদের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হবে।
জানা গেছে, ১ নভেম্বর রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে কর্মরত ভাসকুলার সার্জনদের উপস্থিতিতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দেশের ভাসকুলার সার্জনের সংখ্যাবৃদ্ধি, তাঁদের পেশা ও দক্ষতার মানোন্নয়ন সহ সাধারণ রোগীদের স্বার্থ রক্ষায় বিএসভিএস সক্রিয় ভূমিকা রাখবে বলে নব নির্বাচিত চিকিৎসকরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও ভাসকুলার সার্জন ডাঃ এসএমজি সাকলায়েন রাসেল, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।