প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট-২০১৬ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬’এ অংশ নিতে চারদিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। সফরকালে শেখ হাসিনা দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।
এছাড়াও তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৪ দিনের সফর গত বুধবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।