ভারতের কর্ণাটক রাজ্যে বিয়ের মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বর। ফলে মুহূর্তের মধ্যে বিয়ের অনুষ্ঠান পরিণত হয় শোকের সাগরে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের একটি বিয়ের মঞ্চে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ২৮ বছর বয়সী বর বসন্ত কুমার। তথ্যপ্রযুক্তিতে পড়াশুনা শেষ করা বসন্ত সাত পাকে বাঁধা পড়ার আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বিয়ের আনুষ্ঠানিকা শুরুর মুহূর্তে হঠাৎ মঞ্চে পড়ে যান তিনি।
কর্ণাটকের গবীরঙ্গ হলে মধুগিরির এক তরুণীর সঙ্গে কুমারের বিয়ের আয়োজন করা হয়েছিল। সবকিছু চলছিল ঠিকভাবেই। আনুষ্ঠানিকতা শুরুর কয়েক মিনিট আগে বসন্ত কুমার ঢলে পড়েন মঞ্চে। ফলে বিয়ের মঞ্চের আনন্দঘন মুহূর্ত হঠাৎ রূপ নেয় শোকে।
রাভিশ নামের কুমারের এক আত্মীয় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কুমারের স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না। আমরা সকলেই মর্মাহত।’
Amoxicillin 875 Sinusitus cialis for sale Geschmack Levitra
Cialis Online Zithromax For Sale Sine generic cialis overnight delivery Buy Deltasone Prednisone Stendra In Canada Website With Doctor Consult Kamagra Bestellen Com
Is Amoxicylin Similar To Tetracycline п»їcialis Prix Du Cialis C20 Prix Tadalis Sx Boite De 8 Viagra Delivered To Po Box
Side Effects Long Term Amoxicillin Worldwide Zentel Next Day Tablet Cytotec Mifegyne cialis canada Viagra Best Prices Cialis 20 Mg Costo Farmacia
For Sale Zentel viagra online prescription Levitra Bucodispersable Efectos Secundarios
Flovent No Prescription Online Pharmacy cialis without prescription Viagra En Andorre Reaction To Amoxicillin