চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এর মধ্যেই হুট করে অর্ধনগ্ন (টপলেস) দু’নারী ঢুকে পড়েন নিউইয়র্কের একটি ভোটকেন্দ্রে। হাত উঁচিয়ে তারা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে স্লোগান দিচ্ছিলেন।
অপ্রীতিকর এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দ্রুতই আটকে ফেলেন ওই দু’নারীকে। অন্যদিকে সাংবাদকর্মীরা ব্যস্ত ছিলেন ঘটনাটি ক্যামেরাবন্দি করতে।
নারীদের নিয়ে নোংরা মন্তব্যের কারণে অসংখ্যবার তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় গিয়েও বেশ কয়েকবার এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখিন হয়েছেন তিনি।