দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। ২৫ নভেম্বর শুরু হয়ে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত তালিকা হালনাগাদের কাজ চলবে। নির্বাচন কমিশনের সচিব মোহম্মদ আব্দুল্লাহ জানান, ১৯৯৯ সালের জানুয়ারি মাসের আগে জন্মগ্রহণকারীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা এবার তথ্য নিতে দ্বারে দ্বারে যাবেন না। ভোটার তালিকায় যুক্ত হতে ইচ্ছুকদেরকেই বরং নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিজেদের নথিভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আজ দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোহম্মদ আব্দুল্লাহ।
ভোটার তালিকায় যুক্ত হতে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, নাগরিকত্বের সনদ, ইউটিলিটি বিল ও এসএসসি বা এর সমমানের সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছেন।