শিরোনাম দেখে চমকে ওঠার কারণ নেই। কারণ, হিন্দু থেকে সত্যি সত্যি মুসলমান হয়ে যাননি বলিউড অভিনেতা ঋষি কাপুর। ছবির একটি চরিত্রকে রূপালী পর্দায় ফুটিয়ে তুলতে অভিনেতা-অভিনেত্রীদের অনেক কিছুই সাজতে হয়। ঋষিও তাই করেছেন। নতুন ছবি ‘মুলক’ এর জন্য অনস্ত্রিন মুসলমান সেজেছেন তিনি।
সম্প্রতি অভিনেতা টুইটারে পোস্ট করেছেন ‘মুলক’-এ তাঁর চরিত্রের একটি ছবি। আর এ ছবি প্রকাশের মাধ্যমে ফাঁস হয়ে গেল ‘মুলক’ ছবিতে অভিনেতার ফার্স্ট লুক। এমনকি টুইটারে নিজের প্রোফাইলের ছবিও বদলে ফেলেছেন ঋষি।
অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু, রজত কাপুর ও নীনা গুপ্ত প্রমুখ। ঋষির স্ত্রীর ভূমিকায় থাকবেন নীনা এবং মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু।
ছবিতে একটি মুসলীম পরিবারের প্রধান হিসেবে দেখা যাবে ঋষি কাপুরকে। ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ঋষি জানিয়েছেন, নাটকীয়তায় মোড়া ছবি তিনি অনেকদিন করেননি। তাই গল্প শোনা মাত্রই তিনি রাজি হয়ে যান।
অনুভব সিনহা ও মুস্তাক শেখের লেখা এই চিত্রনাট্যে থাকবে একটি মুসলিম পরিবারের গল্প। ছোট্ট শহরে বসবাসকারী এই পরিবার একটি বিতর্কে জড়িয়ে পড়ে। সম্মান নষ্ট হয়। সেই সম্মান উদ্ধারের চেষ্টার গল্পই দেখা যাবে বড়পর্দায়।
Cialis Und Kopfschmerzen online pharmacy Pharmacy Viagra Prices Cytotec Retomber Enceinte Apres Viagra For Men At Wholesale Prices
Buy Renova No Prescription cialis canada Levitra Canada Where Get Flagyl With No Prescription Propecia Farmaci
Zithromax Safe For Children cialis Amoxicillin Ok To Be In Sun Cialis Dolor De Cabeza Cheapest Kamagra Uk
Kamagra In Bangkok Cialis 5 Posologie Where Can You Get Mebendazole From cialis canada Comprar Cialis Red Cephalexin Drug Time Cialis Soft Tabs Erfahrung
Propecia Makes Hair Fall Out Cialis Diario Espana viagra Propecia Luxembourg How Can I Save Money On Viagra