রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ২৪টি ককটেল, ২টি চাপাতি ও ছোরাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে সায়েদাবাদ হুজুর বাড়ির মেইন গেইট পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ৬ ডাকাত হলো- মো. মনা, মো. রনি ওরফে মনির, মো. রাসেল, মো. বিল্লাল হোসেন ওরফে কালু, মো. ইব্রাহিম ও মো. আসাদ শেখ।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকব্যাক্তিরা একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।