যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
সোমবার (৭ নভেম্বর) সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বার্নিকাট।
তিনি বলেন, তার দেশে ক্ষমতায় কে আসলো না আসলো তাতে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়ে না।
কাল ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিতে হবে। এ নির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কে উঠবেন হোয়াইট হাউজে সেটি এখনই বলা মুশকিল। এজন্য আরও দুইদিন অপেক্ষা করতে হবে।
আমেরিকানরা তো বটেই পুরো বিশ্ববাসীর চোখই এখন আমেরিকার নির্বাচনের দিকে। তবে কে হোয়াইট হাউজে বারাক ওবামার উত্তরসূরি হবেন সেটা নিয়ে বাংলাদেশের ভাবার কারণ নেই বলে জানিয়েছেন বার্নিকাট।
তিনি বলেছেন, যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। সামনে এগিয়ে যাওয়াই লক্ষ্য।