Home / খেলাধুলা / যে কারণে মাশরাফি-সাব্বিরের সাজা হতে পারে

যে কারণে মাশরাফি-সাব্বিরের সাজা হতে পারে

7বিতর্ক ছুঁয়ে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এদিন টাইগার বোলারদের তোপের মুখে একপ্রান্ত আগলে ধরে রাখেন জস বাটলার। কিন্তু তাসকিনের বলে আউট হওয়ার পর মাশরাফিদের বুনো উল্লাস দেখে মেজাজ ধরে রাখতে পারেননি বাটলার। মাঠেই মাহমুদুউল্লাহদের দিকে তেড়েফুঁড়ে গিয়েছিলেন তিনি। কারণ বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট পড়ার কারণে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। রিভিউর সিদ্ধান্ত পক্ষে যাওয়ায় একটু বেশিই আনন্দিত হয়ে পড়ে টাইগাররা। বিশেষ করে সাব্বির রহমান। বাদ যাননি মাশরাফিও।

এমন লঙ্কাকাণ্ডে শাস্তি হতে পারে মাশরাফির। সঙ্গে সাব্বিরেরও। উভয় খেলোয়াড়ের এক রেটিং পয়েন্ট করে কাটা হতে পারে। বিসিবির এক সূত্র থেকে এমন তথ্যই জানা গেল। এদিকে আইসিসির নিয়ম বলছে, আগামী ২৪ মাসের মধ্যে আরও এক পয়েন্ট কাটা গেলে কমপক্ষে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় থাকতে হতে পারে মাশরাফি-সাব্বিরের। উল্লেখ্য, আফগানিস্তান সিরিজেও আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় দুই পয়েন্ট কর্তন করা হয় সাব্বিরের।

Check Also

আজ পারবে কী বাংলাদেশ!

প্রত্যাশার কমতি ছিল না ওয়ানডে সিরিজ নিয়ে। টেস্ট সিরিজে বাজেভাবে হারের পরও সীমিত ওভারে গত …