রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মো. রিয়াজুল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মৃত রিয়াজুলের ছোট ভাই খাইরুল।
খাইরুল জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ট্রাকের গ্যারেজের সামনে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে ভোরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াজুল হক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমজাদ শেখের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রিয়াজুলের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।