Home / খেলাধুলা / রোহিঙ্গাদের ওপর নির্যাতন, মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল করলো মালয়েশিয়া

রোহিঙ্গাদের ওপর নির্যাতন, মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল করলো মালয়েশিয়া

a607মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর জুলুম, নির্যাতন, হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারাবিশ্বে। মানববন্ধন, সমাবেশ হচ্ছে রাস্তায় রাস্তায়। এবার প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবলের দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।  মালয়েশিয়ার মন্ত্রিসভা গত সপ্তাহে এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে।

মিয়ানমারের ইয়াঙ্গুনে ৯ ও ১২ ডিসেম্বর প্রীতি ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। জাতীয় ফুটবল দল হারিমাউ মালয়েশিয়া এক টুইটারে বার্তায় জানায়, মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যকার অনূর্ধ্ব-২২ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনা-পুলিশের রক্তক্ষয়ী দমনপীড়নের প্রতিবাদে মালয়েশিয়া এ পদক্ষেপ নিলো।

Check Also

আজ পারবে কী বাংলাদেশ!

প্রত্যাশার কমতি ছিল না ওয়ানডে সিরিজ নিয়ে। টেস্ট সিরিজে বাজেভাবে হারের পরও সীমিত ওভারে গত …

Leave a Reply

Your email address will not be published.