পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। রোববার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এ দাবি জানান। মানববন্ধনে শিক্ষক নেতারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক-কর্মচারিদের বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নে আগামী বাজেটে বরাদ্ধ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর কাছে দাবি জানান।
এসময় সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি আলী আসগর হাওলাদার, ঢাকা জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান শামীম, সাংস্কৃতিক সম্পাদক হেনা রাণী রায়, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক অশোক কান্তি গুহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মণি হালদার, মহিলা সম্পাদক বেগম নূরুন্নাহার, কেন্দ্রীয় সদস্য মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার ও অধ্যাপক আবু জামিল মো. সেলিম প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।