Home / খেলাধুলা / শিক্ষক মাহমুদ উল্লাহর ছাত্রসুলভ ভুল!

শিক্ষক মাহমুদ উল্লাহর ছাত্রসুলভ ভুল!

a57দলের তরুণ ক্রিকেটারকে শিক্ষকসুলভ জ্ঞান দিয়েছেন। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেই করে ফেলেছেন ছাত্রসুলভ ভুল। যে ভুলের খেসারত ঢাকা টেস্টের বাংলাদেশকে দিতে হয় কিনা, তা নিয়েই জোর আলোচনা ছিল ম্যাচের দ্বিতীয় দিনের শেষে। ভুলটি করেছেন মাহমুদ উল্লাহ। ৪৭ থেকে বাউন্ডারি মেরে ফিফটিতে পৌঁছে বাড়তি হাততালি কুড়ানোর আশায় শেষ বিকেলে পাগুলে শটে উইকেট বিলিয়ে এসে এই ব্যাটসম্যান খল চরিত্রই যেন হয়ে উঠছিলেন। অথচ তিনি নিজে কিনা তরুণদের নানা পরামর্শ দিয়েছেন এই ম্যাচের আগেও।

প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে সাফল্যের জন্য কষ্ট করার কথাই বলেছিলেন। কিন্তু তিনি নিজে ব্যাটিংয়ে কষ্ট করে উইকেট আঁকড়ে পড়ে থাকার কথা দিব্যি ভুলেই গিয়েছিলেন। মিরাজের কথা থেকেই বেরিয়ে এসেছে সেই সত্যটি, ‘আমার জন্য অবশ্যই ভিন্ন চ্যালেঞ্জ ছিল। দলের সিনিয়র ভাইরা আমাকে অনেক সাহায্য করেছেন। বিশেষ করে ক্যাপ্টেন মুশফিক ভাই, রিয়াদ (মাহমুদ উল্লাহ) ভাই, তামিম ভাই, সাকিব ভাই। এই চার সিনিয়র খেলোয়াড় সাহায্য করেছেন অনেক। তাঁরা আমাকে বুঝিয়েছেন, কষ্ট করে উইকেট নিতে হবে।’ অথচ মাহমুদ উল্লাহর উইকেটটি নিতে প্রতিপক্ষের বাঁহাতি স্পিনার জাফর আনসারীকে বিন্দুমাত্র কষ্ট করতে হয়নি। সেখানে ছাত্রের মতো ভুল করে আউট হয়েছেন শিক্ষক মাহমুদ উল্লাহ।

Check Also

আজ পারবে কী বাংলাদেশ!

প্রত্যাশার কমতি ছিল না ওয়ানডে সিরিজ নিয়ে। টেস্ট সিরিজে বাজেভাবে হারের পরও সীমিত ওভারে গত …

Leave a Reply

Your email address will not be published.