লুই আই কানের করা জাতীয় সংসদের মূল নকশা এখন ঢাকায়। আগামী দুই মাসের মধ্যে নকশা বাস্তবায়নের কাজ শুরু হবে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেছেন, শুধু জিয়াউর রহমানের কবর নয় জাতীয় সংসদ ভবন এলাকা থেকে নকশার বাইরের সব স্থাপনা দু’মাসের মধ্যে সরিয়ে ফেলা হবে।
তবে বিএনপির বক্তব্য, সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না।
মার্কিন স্থপতি লুই আই কানের তৈরি করা জাতীয় সংসদের মূল নকশা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে।
জাতীয় সংসদ সচিবালয় এবং স্থাপত্য অধিদপ্তর মূল নকশা যাচাই বাছাই করে দ্রুতই সরকারকে একটি প্রতিবেদন দেবে। তারপর গণপূর্ত অধিদপ্তর প্রয়োজন অনুযায়ী সংস্কার কাজ শুরু করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিরিয়ার মোশাররফ হোসেন।
১৯৭৫ পরবর্তী সময় থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৮ জন নেতা এবং বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কবর দেয়া হয়েছে। শেরেবাংলা নগরে আছে লুই কানের নকশাবহির্ভূত আরো ৭টি স্থাপনা।
মূল নকশা অনুযায়ী সংসদ ভবন কমপ্লেক্সের পাশাপাশি শেরেবাংলা নগরে নতুন সচিবালয় হওয়ার কথা।
Kamagra Pill Acquistare Cialis Generico Farmacia Preis Cialis 20mg 4 Stuck viagra Xenical Without Script
Propecia Patente cialis Viagra No Script Purchasing isotretinoin skin health medication Acquisto Viagra It
Cheap Misoprostol viagra Buy Sildalis Online Cheaped Sample Pack
Picture Of Amoxicillin tadalafil generique Canadianhealthcaemall
Buy Flagyl Can I Take An Extra Keflex Natural Remedies For Ed viagra Cialis Dolor De Espalda