ভারতে ব্ল্যাক মানি (কালো মুদ্রা) রুখতে মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট অবৈধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিয়েছেন, এসব নোট আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিস থেকে বদল করে নিতে হবে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী এ ঘোষণা দেন। তিনি জানান, প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোটের পরিবর্তে বাজারে এ অংকের নতুন রুপি ছাড়া হবে।
মোদীর কথা অনুযায়ী, ৫০০ ও ১০০০ রুপির নোট অবৈধ ঘোষণা হলেও ভারতের প্রচলিত অন্যান্য মুদ্রার লেনদেন ও বিনিময় স্বাভাবিক থাকবে। তবে, রেলওয়ে এবং হাসপাতালগুলোতে অবৈধ ঘোষিত নোটগুলো আগামী ৭২ ঘণ্টা (১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত) লেনদেন করা যাবে।
এদিকে, দেশটিতে ৯ নভেম্বর গ্রাহকের জন্য ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। কোনো কোনো এলাকায় এটিএম বুথও বন্ধ থাকবে।